ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৫ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ আগস্ট ২০২০, ১২:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি জানায়, দাবানলে ঘরবাড়ি পুড়ে যাওয়ায় গৃহহীন হয়েছেন হাজার হাজার মানুষ।

স্থানীয় সরকারি কর্মকর্তারা এপিকে জানান, মৃতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ক্যালিফোর্নিয়ার উত্তর-পূর্ব সান ফ্রান্সিসকোর বে এলাকার সোলানো কাউন্টিতে। তিনজনের মৃত্যু হয়েছে নাপা কাউন্টিতে। আর একজন উদ্ধারকারী হেলিকপ্টারের পাইলট। এছাড়া ৩০ জনের বেশি দাবানল কর্মী এবং স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন।

ক্যালিফোর্নিয়ার এই দাবানলকে পরিবেশ বিপর্যয়ের ফল হিসেবে উল্লেখ করে অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম বলেন, আপনারা যদি জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখতে চান, তাহলে ক্যালিফোর্নিয়ায় আসুন।

চলতি সপ্তাহের শুরুর দিকে ক্যালিফোর্নিয়ায় তাপমাত্রা ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। গত তিন দিনে সেখানে প্রায় ১১ হাজার বার বজ্রপাতের ঘটনা ঘটেছে। আর তা থেকেই দাবানলের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh