জামালপুরে নিজ ঘর থেকে মা-ছেলের লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ১১:২৩ এএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামের নিজ ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- গোপালপুর গ্রামের হারুনুর রশিদ পলাশের স্ত্রী মোসলেমা আক্তার শিখা (৩৮) ও ছেলে তৌফিকুল ইসলাম তৌকির (৩)।

গুনারীতলা ইউনিয়ন পরিষদ সদস্য আকবার আলী জানান, পারিবারিক কলহের জেরে ভোরে স্বামী পলাশের সাথে স্ত্রী শিখার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পলাশ ক্ষিপ্ত হয়ে ভারী কিছু দিয়ে আঘাত করলে তৌফিক ও শিখার মৃত্যু হয়। 

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. রফিকুর ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ভোরে গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামে ওই দুইজনের লাশ নিজ বসতঘরে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতদের শরীরে ধারালো আস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh