মুক্তি নিয়ে জটিলতায় ‘ঢাকা ড্রিম’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২০, ০৪:০০ পিএম

মুক্তি নিয়ে জটিলতায় পড়েছে প্রসূন রহমানের পরিচালনায় নির্মিত সিনেমা ‘ঢাকা ড্রিম’। চলতি বছর ছবিটি মুক্তি দেয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে বিলম্ব হচ্ছে মুক্তি পেতে।

তবে, সিনেমাটি কয়েকটি আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করতে যাচ্ছে বলে জানা গেছে।

ঢাকা শহর বাসযোগ্যতা হারালেও প্রান্তিক মানুষদের জীবিকার প্রয়োজনে ঢাকায় আসা বন্ধ হচ্ছে না। প্রতিদিন বাড়ছে নগরীর জনসংখ্যা। নানা কারণে আসতে চাওয়া, আসতে বাধ্য হওয়া কিছু মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়েই মূলত সিনেমাটি নির্মিত হয়েছে।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহাদাত হোসেন, মুনীরা মিঠু, আবদুল্লাহ রানা, জয়িতা মহলানবীশ প্রমুখ। ২০১৬ সালে প্রয়াত বারী সিদ্দিকীর কণ্ঠে গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে এ ছবির কাজ শুরু হয়। টাইটেল গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি কুমার বিশ্বজিৎ এ ছবির সঙ্গীত পরিচালনাও করেছেন। এছাড়া ছবির বিশেষ একটি গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ।

এ বিষয়ে পরিচালক বলেন, ‘অনেক দিন ধরে বেশ গুছিয়ে ছবিটি নির্মাণ করেছি। ইচ্ছা ছিল আরও আগেই ছবিটি মুক্তি দেয়ার। কিন্তু মুক্তি দিতে পারছি না। কারণ প্রেক্ষাগৃহ বন্ধ। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে অল্প সময়ের মধ্যেই এটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh