‘বিডি লিগ্যাল এইড’ অ্যাপে আইনি সহায়তা পাচ্ছেন অসচ্ছলরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ০৪:০১ পিএম

দেশের অসহায় ও অসচ্ছল বিচারপ্রার্থীরা ঘরে বসেই ‘বিডি লিগ্যাল এইড’ অ্যাপে বিনা খরচায় আইনি সহায়তা পাচ্ছেন।

সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে সামনে রেখে দ্রুততম সময়ের মধ্যে আইনি সহায়তা দিতে সংস্থাটি ‘বিডি লিগ্যাল এইড’ নামে এ অ্যাপ চালু করে। এতে দেশের যেকোনো প্রান্ত থেকে অ্যাপটির সাহায্যে ঘরে বসেই বিনা খরচায় আইনি সহায়তা পান অসহায় ও অসচ্ছল বিচারপ্রার্থী। 

গুগল প্লে­স্টোর থেকে ‘BD Legal Aid’ নামের অ্যাপ্লিকেশনটি স্মার্টফোনে ইনস্টলের পর সহজেই বাংলা বা ইংরেজি ভাষায় এটি ব্যবহার করা যায়। অ্যাপটি খোলার সাথে সাথেই বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার হেল্প লাইন নম্বর ‘১৬৪৩০’ দেখা যায়। নম্বর মনে রাখার ঝামেলা এড়াতে এখান থেকে লিগ্যাল এইড অফিসে ফোন বা মেসেজ পাঠিয়ে আইনি সহায়তা চাওয়া ও পাওয়া যায়।

অ্যাপটির দ্বিতীয় অপশন থেকে দেশের বিভিন্ন এলাকায় থাকা লিগ্যাল এইড অফিসে গিয়ে কর্মকর্তাদের সাথে প্রয়োজনীয় পরামর্শের ঠিকানা পাওয়া যায়। আদালতে মামলার সর্বশেষ আপডেট জানতে বিচারপ্রার্থীরা প্রায়ই ভোগান্তিতে পড়তেন।

এই ভোগান্তি এড়াতে লিগ্যাল এইড অফিসে দায়ের করা অভিযোগ কিংবা মামলাটির নম্বর সার্চ করে এর সর্বশেষ তথ্য জানা যায় অ্যাপটির তৃতীয় অপশনটি থেকে। চতুর্থ অপশনের সাহায্যে আবেদনপত্রের প্রয়োজনীয় ঘরগুলো পূরণ করে ঘরে বসেই অভিযোগ লিগ্যাল এইড অফিসে পাঠিয়ে দেয়া যায়।

পরবর্তী অপশনেই রয়েছে জাতীয় লিগ্যাল এইড, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ, বাংলাদেশ সুপ্রিমকোর্ট, দেশের বিচার বিভাগীয় পোর্টাল এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অফিসিয়াল ওয়েব সাইট। এখান থেকে ক্লিক করে ওই সব ওয়েবসাইটে প্রবেশ করা যায়। 

অ্যাপটির ষষ্ঠ অপশনটি কানেক্টেড রয়েছে লিগ্যাল এইডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে। ওই চ্যানেলে লিগ্যাল এইড সংক্রান্ত বেশ কিছু তথ্যচিত্র রয়েছে।

আর অ্যাপটির সর্বশেষ অপশনের সাথে লিগ্যাল এইডের ফেইসবুক পেইজ কানেক্টেড রাখা হয়েছে। এতে অ্যাপটির মাধ্যমে যে কেউ সরাসরি লিগ্যাল এইডের ফেইসবুক পেইজে গিয়ে সেখান থেকে মেসেজ অপশনে যেতে পারেন এবং অভিযোগ জানাতে পারেন। লিগ্যাল এইডে আইনি সহায়তা চেয়ে আবেদন জানানোর পর দ্রুততম সময়ের মধ্যে আবেদন গ্রহণের বার্তা জানিয়ে দেয় সংস্থাটি। আবেদনকারীর আবেদন অনুমোদন পেলে সাথে সাথে তার মোবাইলে ফোনে কল কিংবা মেসেজ দিয়ে এ তথ্যও জানিয়ে দেয়া হয়।

আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশনায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জাতীয় হেল্প লাইন কলসেন্টার (১৬৪৩০) বর্তমানে মহামারি করোনাভাইরাস সংকটে ২৪ ঘণ্টা খোলা রাখা হয়েছে। বিচারপ্রার্থীদের কল্যাণে লিগ্যাল এইড কর্মীরা এখানে তিন শিফটে কাজ করছেন।

রাজধানীর বেইলি রোডে অবস্থিত জাতীয় আইনগত সহায়তা প্রদানকারি সংস্থার অফিসসহ ৬৪টি জেলা কার্যালয়ে দিনদিনই বাড়ছে লিগ্যাল এইডে সুফল ভোগী মানুষের সংখ্যা।

আইন মন্ত্রণালয়ের অধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রকাশিত তথ্যে বলা হয়, ৩০ জুন ২০০০ সাল পর্যন্ত গত দশ বছরে ৫ লাখ ২১ হাজার ৪৮১ জন দরিদ্র-অসচ্ছল মানুষকে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করেছে সরকার। এ সময়ে সংস্থাটি ৩৮ কোটি ২৫ লাখ ২৫ হাজার টাকা ৫২৫ জন দরিদ্র-অসহায় মানুষকে ক্ষতিপূরণ আদায় করে দিতে সক্ষম হয়েছে। পাশাপাশি প্রায় ৭৯ হাজার আর্থিকভাবে অস্বচ্ছল কারাবন্দিকে আইনি সহায়তা দেয়া হয়েছে। একই সময়ে সংস্থাটি ১ লাখ ৩০ হাজার ৪৯২ টি লিগ্যাল এইড মামলা নিষ্পত্তি করেছে।

এছাড়াও এখন ভার্চুয়াল পদ্ধতিতেও আইনি সেবা/পরামর্শ ও তথ্য সেবা দেয়া হচ্ছে। এ লক্ষ্যে ইতোমধ্যে লিগ্যাল এইড কর্মকর্তাদের অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। -বাসস

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh