বাবার লাশ উদ্ধার, সন্তান এখনো নিখোঁজ

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২০, ১০:৪৭ এএম | আপডেট: ৩০ আগস্ট ২০২০, ১১:২৩ এএম

ছবি: নড়াইল প্রতিনিধি

ছবি: নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার সীমান্তবর্তী কালনাঘাটে নৌভ্রমণে এসে মধুমতি নদীতে নিখোঁজ পুলিশ কনস্টেবল মোহাম্মদ মুসার (২৫) মরদেহ দুইদিন পর মহিষাপাড়াঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

আজ রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার ছয় মাসের ছেলে সন্তানকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। 

মুসার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার চাঁচই গ্রামে। তিনি ঢাকায় কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে আসেন।  

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, মুসার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সপরিবারে নৌভ্রমণে এসে কালনাঘাটে নির্মাণাধীন সেতুর পিলারের সাথে ধাক্কা লেগে নৌকা থেকে নদীতে পড়ে মুসা ও তার শিশু সন্তান নিখোঁজ হন। তাদের বহনকারী নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা লেগে মুসার কোল থেকে শিশুটি মধুমতি নদীতে পড়ে যায়। সন্তানকে উদ্ধার করতে মুহূর্তেই নদীতে ঝাপ দেন মুসা। একপর্যায়ে মুসাও নিখোঁজ হন।

এদিকে গতকাল শনিবার ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা মুসা ও তার শিশু সন্তানের লাশ উদ্ধারের চেষ্টা করেও তীব্র স্রোতের কারণে তা ব্যর্থ হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh