মেঘনায় ২ স্পিড‌বো‌টের মু‌খোমু‌খি ধাক্কায় শিশু নিহত

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৯ পিএম

ব‌রিশা‌লের হিজলা উপ‌জেলায় মেঘনা নদী‌তে দুই স্পিড‌বো‌টের মু‌খোমু‌খি ধাক্কায় রাজিয়া নামে ১১ বছর বয়সী এক শিশু নিহত হ‌য়ে‌ছে। 

গতকাল সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দি‌কে উপজেলার মেমানীয় সংলগ্ন মেঘনা নদী‌তে এই দুর্ঘটনা ঘ‌টে। 

এতে দুই স্পিডবো‌টের চালকসহ আরো তিনজন আহত হ‌য়ে‌ছেন। ত‌াদের উদ্ধার ক‌রে হিজলা স্বাস্থ্য ক‌মপ্লে‌ক্সে ভ‌র্তি করা হয়েছে।

হিজলা গৌরবদী ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন জানান, গত ২৯ আগস্ট আব্দুল্লাহ চি‌কিৎসার জন্য ব‌রিশাল যায়। সে সময় তার সাথে রা‌জিয়াও গি‌য়ে‌ছিল। গতকাল চরকুশু‌রিয়া ফেরার জন্য মামা-ভা‌গ্নি হিজলা উপ‌জেলার পুরান লঞ্চঘাট থে‌কে রাত সাড়ে ৮টার দি‌কে হিজলা গৌরবধী রু‌টের স্পিড‌বো‌টে ওঠে। সে সময় বো‌টে চালকসহ তারা তিনজন ছিলেন।‌ স্পিডবোট মেঘনা মোহনায় পৌছ‌ালে বিপরীত দিক থে‌কে আসা আরেকটি স্পিড‌বোটের সঙ্গে মু‌খোমু‌খি ধাক্কা লা‌গে। ওই স্পিড‌বো‌টে চালকসহ ছয়জন আরোহী ছিল।

হিজলা থানা ওসি অসীম কুমার সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় স্পিড‌বো‌টের ব‌ডি ভে‌ঙে রা‌জিয়ার পে‌টে ঢু‌কে গেলে ঘটনাস্থ‌লেই সে মারা যায়। ত‌বে তার মামা আব্দুল্লাহ অক্ষত আছেন। দুই স্পিড‌বো‌টের চালকসহ আহত তিনজন‌কে হিজলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh