বেসরকারি শিক্ষকদের আগস্ট মাসের এমপিওর চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪৫ পিএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৬:২০ পিএম

বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত বেতন-ভাতা উত্তোলন করা যাবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরাধীন স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান অগ্রণী ও রূপালি ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করা যাবে। 

প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।



সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh