শিশু হত্যায় ৩ আসামির যাবজ্জীবন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৯ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু রাফসান সামিকে (৩) গলাটিপে হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলে- গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের মাহফুজার রহমান এবং একই গ্রামের শালজার রহমান ও মফিজুল ইসলাম।

মামলার এজাহারের বরাত দিয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম জানান, ২০১৪ সালের ২১ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের মেজবাবুল ইসলামের শিশুপুত্র সামিকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। পরে মুক্তিপণ না পেয়ে সামিকে গলাটিপে হত্যার পর মাটিচাপা দিয়ে রাখে। ঘটনার একদিন পর পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনার দুই দিন পর সামির বাবা মেজবাবুল ইসলাম হত্যা মামলা দায়ের করেন। মামলার চার মাস পর আসামিদের গ্রেফতার করে পুলিশ। পরে আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলায় রাষ্ট্রপক্ষ ১৯ জনের সাক্ষ্য গ্রহণের পর বিচারক এ রায় দিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh