সাংবাদিক সুজাউদ্দিন রুবেলের ওপর হামলা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৯ এএম

ছবি: কক্সবাজার প্রতিনিধি

ছবি: কক্সবাজার প্রতিনিধি

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের ওপর হামলা হয়েছে। 

গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে অফিস থেকে বাসায় ফেরার পথে কক্সবাজার সদরে এই হামলার ঘটনা ঘটে।

রুবেলের বড় ভাই কামাল উদ্দিন জানান, অফিস থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা রুবেলের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তার মোবাইল ও মানিব্যাগসহ সব কিছু ছিনিয়ে নেয়। এ সময় তারা রুবেলকে শ্বাসরোধ করে হত্যারও চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

ঘটনার পর রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে কিছুটা সুস্থ বোধ করায় তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। 

পরে রুবেল বলেন, অফিসের কাজ শেষ করে হেটে বাড়ি যাচ্ছিলাম। ওই সময় হঠাৎ পেছন থেকে একজন ব্যক্তি এসে গলা টিপে ধরে। মাটিতে ঢলে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ওই সময় অটোরিকশা চালকসহ চারজন ছিলেন। আমার পকেটে টাকা ছিলো। কিন্তু দুর্বৃত্তরা টাকা নেয়নি। তবে আমার আইফোনসহ দুটি মোবাইল নিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা বর্তমানে রুবেলের বাসায় অবস্থান করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

রুবেল কক্সবাজারের প্রতিশ্রুতিশীল তরুণ সাংবাদিকদের একজন। পেশাগত দায়িত্বপালনে তিনি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার পরিচয় দিয়ে আসছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh