পুরান ঢাকায় ২৫ ট্রাক পলিথিন জব্দ, আটক ১৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৮ এএম

নিষিদ্ধ পলিথিন উৎপাদন বন্ধে রাজধানীর পুরান ঢাকা এলাকায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে পুরান ঢাকা দেবীদাস লেনে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে ২৫ ট্রাক পলিথিন জব্দ এবং এ পর্যন্ত ছয়টি কারখানায় অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়। 

এতে সহযোগিতা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পরিবেশ অধিদফতর। 

বিষয়টি নিশ্চিত করে পলাশ কুমার বলেন, অবৈধ কারখানায় পলিথিন তৈরি হচ্ছিল। এটা গত ১০-১৫ বছরের যেকোনো অভিযানের চেয়ে বড় অভিযান। অভিযান শেষে উদ্ধার ও আটকের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পলিথিন উৎপাদন বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh