সাভারে ভুয়া অনলাইন টেলিভিশনে অভিযান, আটক ৪

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫১ পিএম

সাভারে অবৈধভাবে অনলাইন টিভি চ্যানেল দেখিয়ে প্রতারণা করার অভিযোগে চার প্রতারককে আটক করেছে র‌্যাব-৪ এর সদস্যরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক দিদারের পরিচালিত অবৈধ ও ভুয়া অনলাইন টিভি চ্যানেল নিউজ টিভি বাংলা এর অফিসে অভিযান পরিচালন করা হয়। চ্যানেলের বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় প্রতারক দিদার ও দুইজন নারী সদস্যসহ মোট চারজনকে আটক করে র‍্যাব।

এ সময় ওই  অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু ইয়াবা টেবলেট ও অর্ধেক বোতল বিদেশী মদ পাওয়া যায়। এছাড়াও জব্দ করা হয় অফিসে ব্যবহৃত কম্পিউটার, মনিটর ও ল্যাপটপ।

আরো জানানো হয় যে, আটকদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh