পাওয়ার গ্রিডে আগুন: তিন জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৭ পিএম

ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায় ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনার চার ঘণ্টা পর তিন জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। ময়মনসিংহ জেলার চার উপজেলায়ও স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ অঞ্চলের পিডিবির প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, চার ঘণ্টা পর জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এছাড়া বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে ভালুকা, ফুলবাড়িয়া, মুক্তাগাছা ও ফুলপুর উপজেলায়। তবে জেলা সদরসহ অন্য উপজেলায় লাইন চালু করতে কাজ চলছে। ঘণ্টাখানেকের মধ্যে সবগুলো লাইন স্বাভাবিক হবে। ১৩২/৩৩ কেভি গ্রিডের একটি গ্রাউন্ড ফ্লোর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে।

এদিকে ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পান্নাত শাহ বলেন, উপকেন্দ্রের ৩৩ কেভি যেখানে একটি শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এরপর মার্সেল বক্স হয়ে একটি ট্রান্সফরমারে আগুন লাগে। পরে ফায়ার সার্ভসের ছয়টি ইউনিটের এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh