আফগান ভাইস প্রেসিডেন্টের গাড়িবহরে হামলা, নিহত ১০

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৮ পিএম

ছবি: বিবিসি

ছবি: বিবিসি

আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর গাড়িবহর লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে।

দেশটির রাজধানী কাবুলে আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে।  

সাবেক আফগান গোয়েন্দা কর্মকর্তা সালেহ জানান, হামলায় তার মুখ ও হাত সামান্য পুড়ে গেছে। হামলায় তার কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হয়েছে। এসময় গাড়িতে তার ছেলেও তার সাথে ছিলেন। তিনি ভাল আছেন।

আফগান সরকার ও তালেবানের মধ্যে প্রথম আনুষ্ঠানিক আলোচনা শুরুর প্রস্তুতির আগে এই হামলার ঘটনা ঘটলো। তবে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইটে জানিয়েছেন, তারা এই হামলার সাথে সম্পৃক্ত নন।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান বলেন, এ হামলায় আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে সালেহর এক সহকারি বার্তা সংস্থা এএফপিকে বলেন, এ আত্মঘাতী হামলার লক্ষ্য ছিল সালেহ’র গাড়িবহর। তার বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার সময় এ হামলা চালানো হয়।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি হামলার পর সালেহর সাথে দেখা করেছেন এবং এই হামলার কড়া নিন্দা জানিয়েছেন। -এএফপি ও বিবিসি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh