পাবে মূর্ত করো পূর্ণপ্রাণে

সবুজ আহমেদ

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৭ পিএম

সঙ্গিনী আমাকে পাবে না কামে-ঘামে
আমি নেই দেহের ভাঁজে
তবে পাবে পিয়াসা প্রার্থনায়-প্রেমে
পাখিরা প্রমত্ত হলে দেখোনা ডানা ঝাপটে ডাকে।

আমাকে পেতে হলে রক্তরস শীতল হতে হবে?
রৌদ্রতাপ পুড়ে হৃদয়ের জলাধারে ধরো পূর্ণ স্নানে

হ্যাঁ আমাকে পাবে না জ্বালাবার শক্তি ক্ষয়ে
নিষিদ্ধ চাওয়া অসম সম্পর্কে জড়াতে

আমাকে পাবে ফলবন্ত ফুলের পরাগে
শুদ্ধব্যথা দীপ্ত আলোর ছায়া ঘেরা ঘরে;

আমাকে পাবে না রুদ্ধ ক্রোধে, দোলাচলে, দীপ্ত সন্ত্রাসে
পেতে হলে ধূপ জ্বালো প্রভুর পানে, মূর্ত করো পূর্ণপ্রাণে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh