বাল্যবিয়ের অভিযোগে বরের জরিমানা, শ্রীঘরে কাজী

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৬:০৯ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাল্যবিয়ে করানোর অভিযোগে আবু হানিফ নামের এক রেজিস্ট্রারকে (কাজী) ছয় মাসের কারাদণ্ড এবং বরকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার দলগ্রাম ইউনিয়নের বড়দিঘিরপাড় এলাকায় নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বিয়ে বাড়িতে উপস্থিত কাজী আবু হানিফকে আটক করে পুলিশ। পরে বিয়ে বাড়িতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাজী আবু হানিফকে ছয় মাসের কারাদণ্ড এবং বর আশরাফুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh