ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার অবনতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৮ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি নিওরোলোজিস্ট অধ্যাপক ডা. আবদুল হাই এর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

এ তথ্য জানিয়েছেন রফিকুল ইসলাম মিয়ার ব্যক্তিগত সহকারী মোকসেদুর রহমান আবীর। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে আবির জানান, স্যারের অবস্থা স্থিতিশীল।

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তাকে আবারো ইবনে সিনা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়। অবস্থা অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়।

প্রসঙ্গত, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিকস বেড়ে যাওয়ায় গত মঙ্গলবার সন্ধ্যায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার সহধর্মিণী অধ্যাপক শাহেদা রফিক।

জানা যায়, দীর্ঘদিন ধরেই অসুস্থ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। এর আগে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। কিছুটা সুস্থবোধ করায় করোনাকালীন সময়ে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক গুলোতেও অংশ নেন তিনি। তবে অসুস্থতার কারণে একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh