চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৩ পিএম

চীনের সঙ্গে ক্রমবর্ধমান বিরোধের জেরে দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টেরি ব্রান্সট্যাড পদত্যাগ করতে যাচ্ছেন।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) এমনটিই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

শক্তিধর দুই দেশের মধ্যে একাধিক ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে ব্রান্সট্যাডের পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে এলো।

এর আগে, শুক্রবার চীন সরকার ঘোষণা দেয় , যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে বেইজিং।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক টুইটার পোস্টে আমেরিকান জনগণের প্রতি দায়িত্ব পালনের জন্য ব্রান্সট্যাডকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, চীনের সঙ্গে কূটনীতিতে কয়েক দশকের অভিজ্ঞতা রাষ্ট্রদূত ব্রান্সট্যাডকে ক্ষেত্রে সবচেয়ে দক্ষ ব্যক্তিতে পরিণত করে। ফলে মার্কিন প্রশাসনের প্রতিনিধিত্ব করতে প্রেসিডেন্ট ট্রাম্প তাকেই পছন্দ করেছিলেন। তবে ব্রান্সট্যাডের দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে পম্পেও কোনো ঘোষণা দেননি বা সংক্রান্ত কিছু বলেননি তিনি।

তিন বছরেরও বেশি সময়ে ধরে চীনে মার্কিন দূতাবাসে দায়িত্বরত আছেন ব্রান্সট্যাড। নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন নির্বাচনের আগে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh