মোটরসাইকেলের সিটের নিচে মিললো ৫ কেজি গাঁজা

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪১ পিএম

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের সিটের তলা থেকে চার কেজি ৮০০ গ্রাম গাঁজা ও পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মোকামতলা বন্দরের চৌরাস্তায় নিয়মিত চেকিংয়ের সময় গাঁজা জব্দ করে ট্রাফিক পুলিশের সদস্যরা।

বগুড়ার শিবগঞ্জ মোকামতলা ট্রাফিক ফাঁড়ির ইনচার্জ (টিআই) রেজাউল করিম খান বলেন, সোমবার সকাল ১০টার দিকে মোকামতলা বন্দরের চৌরাস্তায় পুলিশ সার্জেন্ট তরিকুল ইসলাম সঙ্গীয় ট্রাফিক পুলিশসহ মহাসড়কে যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন। ওই সময় কালো রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার মোটরসাইকেলকে থামতে সংকেত দেয় পুলিশ। ওই সময় চালক মোটরসাইকেল রেখেই পালিয়ে যান। পরে মোটরসাইকেলের সিটের তলা থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় চার কেজি ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক মাহাবুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh