নাবহান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজকে দুই লাখ টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৭ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১০:০১ পিএম

পাবনা জেলার চাটমোহর থানাধীন খৈরাশ ভাঙ্গা পাড়া ডিবিগ্রাম এলাকায় নাবহান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে অভিযান পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরে পর্যন্ত র‌্যাব-১২, সিপিসি-২ ও পাবনা ক্যাম্পের আভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে পাবনা র‍্যাবের  ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার জানান, নাবহান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজেে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যহীন, অবৈধ প্রক্রিয়া, প্রতিশ্রুত সেবা ও পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে মালিক মো. আব্দুর রাজ্জাককে (৩৬) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭/৪৩/৪৫ ধারায়  সর্বমোট (দুইলাখ টাকা) জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh