পারিবারিক কবরস্থানে সমাহিত সাদেক বাচ্চু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১২:১৯ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১২:২০ এএম

রাজধানীর খিলগাঁওয়ের ঝিলপাড়ে পারিবারিক কবরস্থানে অভিনেতা সাদেক বাচ্চুকে দাফন করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) মাগরিবের পর তালতলা মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনার কারণে তাকে শ্রদ্ধা জানানোর বিশেষ কোনো আয়োজন রাখা সম্ভব হয়নি। সরকারি বিধি মেনে এই অভিনেতাকে সমাহিত করা হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন অভিনেতা সাদেক বাচ্চু। পাঁচ দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টিভি ও সিনেমায় কাজ করেছেন তিনি। নব্বই দশকে এহতেশামের ‘চাঁদনী’ সিনেমায় অভিনয়ের পর জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে।

তার কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে— জীবন নদীর তীরে, কোটি টাকার কাবিন, পিতা মাতার আমানত, সুজন সখী, মায়ের চোখ, আমার প্রাণের স্বামী, ভালোবাসা জিন্দাবাদ, বধূবরণ, মায়ের হাতে বেহেস্তের চাবি, লোভে পাপ পাপে মৃ্ত্যু, মন বসে না পড়ার টেবিলে।

নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয়ের সুবাদে ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সাদেক বাচ্চু।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh