বর্ণবৈষম্য নিয়ে সরব নেইমারও

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১১:১৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রণক্ষেত্র ফ্রান্সের প্যারিসে ‘মাঙ্কিগেট’ বিতর্ক! মার্সেইয়ের ডিফেন্ডার আলভারো গঞ্জালেসের বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার বিস্ফোরক অভিযোগ করলেন পিএসজির তারকা নেইমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র)।

গত রবিবার (১৩ সেপ্টেম্বর) মার্সেইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে ৩১ মিনিটে ফ্লোহিয়ঁ তুভার গোলে পিছিয়ে পড়ে পিএসজি। 

ম্যাচের অতিরিক্ত সময়ে আলভারোর মাথার পিছনে হাত দিয়ে আঘাত করেন নেইমার। ভিডিও অ্যাসিট্যান্ট রেফারির (ভার) সাহায্যে ব্রাজিলীয় তারকাকে লাল কার্ড দেখান তিনি। ক্ষুব্ধ নেইমার সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন, আমাকে ও শুধু বাঁদর বলেনি, আরো অশ্লীল গালাগাল দিয়েছে। আমার অনুশোচনা হচ্ছে একটা কারণেই, ওর মুখে আঘাতটা করতে পারিনি।

ইতোমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে ফরাসি লিগের শৃঙ্খলারক্ষা কমিটি। বর্ণবিদ্বেষের অভিযোগ সত্যি হলে গঞ্জালেসের সর্বোচ্চ ১০ ম্যাচ নির্বাসন হতে পারে। 

গঞ্জালেস আবার দাবি করেছেন, দি মারিয়া তাকে থুতু দিয়েছেন। সেই অভিযোগ প্রমাণিত হলে আর্জেন্টিনীয় তারকাকে ছয়ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে। এছাড়া প্রতিপক্ষের ফুটবলারের মুখে ঘুসি মারার জন্য পিএসজির লেইভিন কুরোজ়ায়ার সাত ম্যাচ নির্বাসন কার্যত নিশ্চিত।

রবিবার রাতে পরিস্থিতি সামলাতে নেইমারসহ মোট পাঁচজনকে লাল কার্ড দেখান রেফারি। হলুদ কার্ড দেখেছেন দুইদল মিলিয়ে মোট ১৪ জন ফুটবলার। -আনন্দবাজার পত্রিকা 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh