সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০১:০৫ পিএম

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মারা গেলেন ২০৭ জন। 

এর মধ্যে সিলেট জেলায় ১৫০, সুনামগঞ্জে ২২, হবিগঞ্জে ১৪ ও মৌলভীবাজারে ২১ জন মৃত্যুবরণ করেছেন।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেটের কার্যালয় থেকে পাঠানো কভিড-১৯ কোয়ারেন্টিনে ও আইসোলেশন প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে আরো ৪৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৮ ও সুনামগঞ্জে আটজন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ২৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ছয় হাজার ৪৭১, সুনামগঞ্জে দুই হাজার ২৫৯, হবিগঞ্জে এক হাজার ৬৭০ ও মৌলভীবাজারে এক হাজার ৬২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে বিভাগে সুস্থ হয়েছেন ১৭৯ জন। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত ৯ হাজার ৩৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০৭ জন বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত ১০ মার্চ থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে ১৮ হাজার ৫৮৫ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এর মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ১৭ হাজার ৬৮০ জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ৯০৫ জন। -ইউএনবি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh