করোনা সংক্রমণ বাড়ায় জর্দানে ফের স্কুল বন্ধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০২:৫২ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় জর্দান সরকার দুই সপ্তাহের জন্যে অধিকাংশ স্কুল, কফিশপ, রেস্টুরেন্ট ও মসজিদ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। 

আগামী বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশটির সংবাদ মাধ্যম বিষয়ক মন্ত্রী আমজাদ আদাইলেহ জানিয়েচেন।

তিসি এক সংবাদ সম্মেলনে বলেন, ছোট মার্কেটগুলোও বন্ধ থাকবে। আর কেন্দ্রীয় মার্কেটগুলোতে ভীড় এড়ানোর জন্যে সরকার নতুন কৌশল গ্রহণ করেছে। লোকজন সরকারি সতর্কতা উপেক্ষা করায় করোনা সংক্রমণ বেড়ে গেছে। যারা নিয়ম লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে।

দেশটির শিক্ষা মন্ত্রী তায়সির নুয়াইমি সব স্কুল ও কিন্ডারগার্টেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। একইসাথে ইসলাম বিষয়ক মন্ত্রী মোহাম্মদ খালাইলাহ মসজিদ বন্ধ রাখারও ঘোষণা দিয়েছেন।

জর্ডানে সোমবার করোনা সংক্রমণে দুইজন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। নতুন করে ২১৪ জন আক্রান্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫২৮ জনে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাদ জাবের এ তথ্য জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh