করোনায় আরো ৪৩ জনের মৃত্যু, শনাক্ত ১৭২৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৪ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৮০২ জনে।

একই সময়ে নতুন করে আরো এক হাজার ৭২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট তিন লাখ ৪১ হাজার ৫৬ জনের।

এছাড়া এসময়ে সুস্থ হয়েছেন দুই হাজার ৪৩৯ জন। এরফলে মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৪৫ হাজার ৫৯৪ জন।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৪ হাজার ৬৪৮টি নমুনা সংগ্রহ হয়। এর মধ্যে পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৫০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৫৬ হাজার ৭৪৬টি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৬ জন পুরুষ ও সাতজন নারী। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২৭ জন, চট্টগ্রামে তিনজন, রাজশাহীতে দুইজন, খুলনায় পাঁচজন, সিলেটে চারজন, রংপুরে দুইজন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়- নিহতদের ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৬০ বছরের ওপরে ৩২ জন রয়েছেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh