ধর্ষণের পজিটিভ রিপোর্ট দিতে চাপ প্রয়োগের অভিযোগ

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৯ পিএম

নড়াইল পৌরসভার রায়পুর-উজিরপুর এলাকায় শিশু ধর্ষণের ঘটনায় সদর হাসপাতালের চিকিৎসক কর্তৃক মেডিকেল রিপোর্টকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চিকিৎসকেরা নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন।

এ সময় নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মশিউর রহমান বাবু জানান, ধর্ষণের অভিযোগে গত ৩০ আগস্ট রাতে শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এরপর হাসপাতালের নারী চিকিৎসকের নেতৃত্বে মেডিকেল বোর্ড শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে। তবে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। সম্প্রতি ভুক্তভোগী শিশুটির পক্ষের লোকজন মানববন্ধনে অভিযোগ করেন, টাকার বিনিময়ে মেডিকেল রিপোর্ট পরিবর্তন করা হয়েছে। এতে নড়াইল সদর হাসপাতালের চিকিৎসকদের সম্মান ক্ষুণ্ন হয়েছে।

ডাক্তার মশিউর রহমান বাবু আরো বলেন, এ ধরনের মেডিকেল রিপোর্ট কারো ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন নয়; একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে বাস্তবায়ন হয়। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে নড়াইল শহরের রাসেল বিল্লাহ নামে এক যুবক চিকিৎসকদের নামে বিভিন্ন ধরণের অপপ্রচার চালাচ্ছে। এছাড়া ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ এবং ‘টিম তারুণ্য-১০০’ নামের দুইটি সংগঠন ব্যবহার করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে রাসেল। ধর্ষণের রিপোর্ট ‘পজিটিভ’ করতে রাসেল বিল্লাহ চিকিৎসকদের বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করেছেন।

রাসেল বিল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন কি না, এমন প্রশ্নে ডাক্তার মশিউর রহমান বাবু বলেন, এ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা চলছে। দ্রুতই সিদ্ধান্ত নেয়া হবে।  

সংবাদ সম্মেলনে সদর হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক ডাক্তার সুব্রত কুমার বাগচী, প্যাথলজিক্যাল বিভাগের চিকিৎসক ডাক্তার সুজল কুমার বকশী, শিশু বিশেষজ্ঞ ডাক্তার আলিমুজ্জামান সেতু, মেডিকেল কর্মকর্তা ডাক্তার সুব্রত নাগ, ডাক্তার কেয়া, নার্স ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জানা যায়, মোবাইল ফোনে গেমস ও ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে গত ৩০ আগস্ট দুপুরে নড়াইল পৌরসভার রায়পুর-উজিরপুর এলাকায় চার বছরের শিশুকে প্রতিবেশী অপু বিশ্বাস (১৪) ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। তবে মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh