টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চান রশিদ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৪ পিএম

ক্রিকেট বিশ্বে দ্রুত উত্থান হওয়া দেশগুলোর মধ্যে যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তান অন্যতম। দেড় দশক আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা আফগানরা ইতোমধ্যে টেস্ট স্ট্যাটাস পেয়েছে, খেলেছে চারটি টেস্ট। এর মধ্যে দুইটি টেস্টে জয় পেয়েছে, যার মধ্যে একটি বাংলাদেশের বিপক্ষে। এবার দেশটির ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান জানিয়েছেন, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চান।

ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের উপস্থাপনায় এক ইউটিউব অনুষ্ঠানে রশিদ খান বলেছেন, দেশের সবচেয়ে বড় স্বপ্ন ছিল (আইসিসির) পূর্ণ সদস্য হওয়া ‍এবং টেস্ট খেলা। এটা নিয়ে আমরা সবাই আশাবাদী ছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবে সত্যি প্রত্যাশা করিনি।

এই মুহূর্তে দল যেটা চাইছে, যে স্বপ্ন দেখছে দেশ, সেটা হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। কারণ আমাদের দক্ষতা আছে, দরকার শুধু আত্মবিশ্বাসের যে আমরা এটা করতে পারবো। প্রতিভার দিক থেকে আমরা দারুণ। আমাদের আছে স্পিনার, আছে ফাস্ট বোলার, একই সঙ্গে আছে দক্ষ ব্যাটসম্যান, যোগ করেন আফগান অধিনায়ক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh