গ্রিসে গুলিবিদ্ধ দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৭ এএম

গ্রিসের রাজধানী এথেন্সের আসপোপিরগোয় দুই বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। 

গত সোমবার (১৪ সেপ্টেম্বর) পরিত্যক্ত দুটি কনটেইনার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া শ্রমিকরা মাথা ও গলায় গুলিবিদ্ধ ছিলেন। তাদের লাশ পরিত্যাক্ত দুটি কনটেইনারের মাঝে ফেলে রাখা হয়। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে সম্পর্কে পুলিশ কিছু জানাতে পারেনি।

দেশটির বাংলাদেশ দূতাবাস পুলিশের সাথে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করেছে। মৃতরা হলেন- আব্দুল মমিন ও মো. শাহীন।  তাদের দেশের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কামড়াখাই গ্রামে। এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস।

হত্যাকারীদের খুঁজতে গ্রিসের পুলিশ চিরুনি অভিযান শুরু করেছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি হাজী আব্দুল কুদ্দুস, গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর জোর দাবি জানিয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে পাঠানো হবে। 

প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস অথবা বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের নম্বর +৩০৬৯৪৬৪০৭১০৩।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh