সেপ্টেম্বরের মধ্যে ২৪ ঘণ্টায় সবচেয়ে কম মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪২ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪৮ পিএম

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১,৬১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। এই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২১ জন।

চলতি মাসের মধ্যে চব্বিশ ঘণ্টায় এটাই সবচেয়ে কম সংখ্যক মৃত্যুর ঘটনা। এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জন।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ৯৪টি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৭০ হাজার ১০৬ জনের।

গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৭৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ মানুষের সংখ্যা দুই লাখ ৪৭ হাজার ৯৬৯ জন। করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মারা যাওয়া মানুষের সংখ্যা ৪ হাজার ৮২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত পরীক্ষা হওয়া প্রতি ১০০টি নমুনার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ।

এছাড়া ওই হিসাব অনুযায়ী যত মানুষের কভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে তাদের মধ্যে ৭২ দশমিক ৩৬ শতাংশ মানুষ সুস্থ হয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh