নির্বাচনকর্মীর দায়িত্বও পালনে বেতনসহ ছুটি দিবে ফেসবুক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৬ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৬ পিএম

জাকারবার্গের প্রতিষ্ঠানের কর্মীরা চাইলে বেতনসহ ছুটি নিয়ে স্বেচ্ছাসেবী হিসেবে নির্বাচনকর্মীর দায়িত্বও পালন করতে পারবেন। এ ব্যাপারে ফেসবুক থেকে তাদের অনুমতিও দেওয়া হয়েছে।

সম্প্রতি এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে, নানা সমালোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ভোটারদের তথ্য নিয়ে একটি কেন্দ্রীয় পোর্টালও তৈরি করেছে ফেসবুক।

দুই মাসেরও কম সময় আছে যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনের। তার ওপর আবার সময়টা করোনার। ফলে ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে কর্মীদের সংখ্যায় ঘাটতি দেখা দেবে। এ অবস্থায় এগিয়ে এসেছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

এদিকে জাকারবার্গ নিজের এক পোস্টে লিখেছেন, ‘অনুমান করা হচ্ছে, করোনার জন্য এবারের নির্বাচনে পাঁচ লাখ কর্মীর প্রয়োজন হবে। এই কাজে উৎসাহ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ১৮ বছরের বেশি বয়সের ফেসবুক ব্যবহারকারীদের নিজের ওয়ালের নিউজ ফিডে ওপরে বিভিন্ন রকমের বার্তা দেখতে পাবেন। মূলত তাদের উৎসাহিত করতেই এ উদ্যোগ।’ 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh