কিশোরগঞ্জে অবৈধ জাল জব্দ

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৩ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি খালে অভিযান পরিচালনা করে ১৭টি অবৈধ খরা জাল উচ্ছেদসহ খালে অবৈধভাবে জাল দিয়ে বাঁধ দেয়া ৮০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

বুধবার ( ১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার পাচাটিয়া বিল সংলগ্ন গণকখালী খালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মৎস্য দফতরের ইউনিয়ন পর্যায়ে নিয়োজিত লিফ এবং সালুয়া ইউনিয়ন গ্রাম পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে গণকখালী খালের ১৭টি অবৈধ খরা জাল (ফিক্সড ইঞ্জিন) উচ্ছেদ করা হয়। এছাড়া খালে আড়াআড়ি বাঁধ দেয়ার কারণে প্রায় ৮০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ক্ষেত্র সহকারী মো. রাকিবুর রহমান রফিক, ক্ষেত্র সহকারী মো. রুহুল আমীন। গ্রাম পুলিশের সদস্যরা উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh