শিশুর মানসিক বিকাশে শয়নকক্ষ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৮ এএম

শিশুর বয়স বাড়ার সাথে সাথে প্রয়োজন হয় তার মানসিক ও শারীরিক বিকাশের। এক্ষেত্রে পারিপার্শ্বিক সকল ক্ষেত্রই অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাবার-দাবার, খেলাধুলা, এমনকি শিশুর শয়নকক্ষও তার সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

১. শিশুর শয়নকক্ষে ঘুমের ব্যবস্থা অবশ্যই উত্তর-পূর্ব দিকে করা উচিত। উত্তর, উত্তর-পূর্ব এবং পূর্বদিক শিশুর শয়নকক্ষের জন্য ভালো। ঘুমানোর সময় শিশুর মাথাটি অবশ্যই দক্ষিণ বা পশ্চিম দিকে হওয়া উচিত।

২. শিশুর ঘরে অতিরিক্ত গাঢ় রঙ ব্যবহার না করে হালকা রঙ ব্যবহার করুন। এ ছাড়া শিশুর খেলনা ও ঘরে রাখা কোনো ছবি হালকা রঙের হওয়া উচিত, যা তার মানসিক বিকাশে সহায়তা করে।

৩. শিশুর ঘর পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো প্রবেশ করতে পারে সে ব্যবস্থা রাখতে হবে। বিশেষ করে সকালবেলা সূর্যের আলো প্রবেশ করা জরুরি। সকালের সূর্যের আলো এনার্জি রোধ করাসহ ঘরে জীবাণু ধ্বংস করবে।

৪. বাড়ির উত্তর-পশ্চিম দিকের যথাযথ ভারসাম্য বজায় রাখা জরুরি, যা বায়ু উপাদানের সঙ্গে সম্পর্কিত। এটি শিশুর শ্বাস-প্রশ্বাস সম্পর্কিত সমস্যা রোধে করে।

৫. শিশুকে বাবা-মার যত স্নেহ, আদর দেবেন ও তার দিকে মনোযোগ বাড়াবেন, তার সামগ্রিক বিকাশও তত ভালো হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh