অক্টোবরেই করোনার টিকা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১২:৩২ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অক্টোবর মাঝামাঝি থেকেই করোনাভাইরাসের টিকা বিতরণ করতে পারবে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি, হোয়াইট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, একটি টিকা তৈরির খুব কাছাকাছি রয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তিনি সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ডের দাবি প্রত্যাখ্যান করেছেন। সিনেটের একটি সাবকমিটির শুনানিতে রেডফিল্ড বলেছিলেন যে, ডিসেম্বর নাগাদ আসতে পারে করোনার টিকা।

মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, আমার মনে হয় আমরা অক্টোবর থেকে এটা বিতরণ করতে পারবো। যখন ঘোষণা আসবে, তখন আমরা বিতরণ শুরু করতে পারবো। এটা অক্টোবরের মাঝামাঝি থেকে হবে। তবে একটু দেরিও হতে পারে।

এদিকে, এর কয়েক ঘণ্টা আগে দেশটির শীর্ষ একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, ডিসেম্বরের আগে টিকা আসার সম্ভাবনা নেই।

অবশ্য এ বিষয়ে ট্রাম্প বলেন, রেডফিল্ড এটা ভুল করে বলেছেন। তিনি বলেন, এটা ভুল তথ্য। আমার বিশ্বাস তিনি দ্বিধান্বিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh