শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে আবার ফেরি বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩১ পিএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের ফেরি চলাচল আবার বন্ধ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার থেকে সীমিত পরিসরে ফেরি সার্ভিস চালু করা হয়েছিল। ২৮ কিলোমিটার পথের পালেরচর চ্যানেল দিয়ে ফেরি পার হতে ৭-৮ ঘণ্টা সময় লাগছে। এতো দীর্ঘ পথ অতিক্রম করে যাত্রী বা যানবাহন সংশ্লিষ্টদের পারাপারে আগ্রহ কম। তাই ওই চ্যানেল দিয়ে আপাতত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। 

তিনি বলেন, যেসব যাত্রী এই ঘাট দিয়ে দক্ষিণবঙ্গে যাচ্ছেন তারা লঞ্চ কিংবা স্পিডবোটে পারাপার হচ্ছেন। তাই ঘাটে এখন দুর্ভোগ নেই।

তিনি আরো জানান, ইতোমধ্যে বিআইডব্লিউটিএ জানিয়েছে- তারা পদ্মা সেতুর ২৫ নং পিলারের পাশ দিয়ে যাওয়া চায়না চ্যানেলেটি খনন করছে। আজ-কালের মধ্যে তারা তা হস্তান্তর করবে। তারপর ফেরি সার্ভিস চালু হবে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) হেলাল উদ্দিন জানান, সকাল থেকে ফেরি সার্ভিস বন্ধ রাখে বিআইডব্লিউটিসি। তবে ঘাটের ওপারে যাওয়ার অপেক্ষায় তেমন গাড়ি নেই বললেই চলে। কয়েকটি অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক রয়েছে। আর আগত যাত্রীরা অন্যান্য নৌযানে পারাপার হচ্ছে।

নদী ভাঙন আর নাব্য সংকটের কারণে এই রুটের ফেরি সার্ভিস বন্ধ করে দেয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh