সঙ্গনিরোধকালের কাব্য

দ্বীপ সরকার

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১০:০৬ পিএম

দুর্যোগের কথা ভেবেই ঘরে উঠে এসেছি-কেউ তাড়ায়নি

যে যা-ই বলুক, আমি ঘরে উঠে এসেছি
করোনা এসে গেছে এপাড়া-ওপাড়ায়
সাঁতরে বেড়াচ্ছি রৌদ্র মেখে-
ধাতব রশ্মিতে নাকি করোনা মরে যায়

শহরে গিয়েছিলাম মেডিকেলে-
‘কুচপরোয়া নেহি’ ভেবে দৌড়ে দৌড়ে যাচ্ছে ছায়া লগ্ন বাতাস
দেয়ালে গিরগিটিও জ্বরের রোগী দেখে পালাচ্ছে
ডাক্তার নার্সদেরও এখন গিরগিটি ভেবে দেয়ালে ঠেস দিতে ভয় পাই

আমি মাস্ক পরে আছি-নিঃশ্বাসে ফুলের গন্ধ জেনেও কনুই টেনে আনি মুখে
মৃত্যু বরং মাস্ক ভেদ করে আসে
‘নাক যেন করোনার প্রাচীন এক সুড়ঙ্গ’
এই নিবিড় পথে এসে গেছে, এসে গেছে করোনা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh