চন্দনাইশে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষা বৃত্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ০১:১৬ পিএম

চন্দনাইশের পূর্ব সাতবাড়িয়ায় একাদশ শ্রেণীতে ভর্তির জন্য দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করেছে সালমা আদিল ফাউন্ডেশন।

সম্প্রতি খানদীঘি হাইস্কুল মিলনায়তনে শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফুল্ল চন্দ্র নাথের সভাপতিত্বে এই শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন শিবলী বলেন, সুশিক্ষিত ও একটি আদর্শ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে সালমা আদিল ফাউন্ডেশন এবং শিক্ষাবিদ আব্দুল ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন। এসময় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত অ্যাডভোকেট বদিউল আলমের ছেলে কঙ্গোর অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিলের উদ্যোগে এবং দুটি ফাউন্ডেশনের সহায়তায় দ্বিতীয়বারের মতো  একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রতিমাসে শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দেয়া হয়।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিল্টন বিকাশ দাশ, সহকারী প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদিন, আলহাজ্ব অলি আহমদ সওদাগর, নুরুল ইসলাম, মৌলানা কামাল উদ্দিন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh