নথি জালিয়াতি মামলায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৩ পিএম

তরিকুল ইসলাম মুমিন

তরিকুল ইসলাম মুমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতির মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বহিষ্কৃত সহসভাপতি তরিকুল ইসলাম মুমিনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ কামাল উদ্দিন আদালতে এ চার্জশিট জমা দেন।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আদালত সূত্রে বিষয়টি জানা গেছে। তবে কবে চার্জশিট জমা দেয়া হয়েছে তা জানা যায়নি।

ঢাকার সিএমএম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক ফরিদ উদ্দিন বলেন, আসামিরা হলেন ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি তরিকুল ইসলাম মুমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মচারী ফাতেমা খাতুন, নাজিম উদ্দীন, রুবেল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরহাদ হোসেন ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত এয়ার কমোডর এম আবদুস সালাম আজাদ। তাদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। আবদুস সালাম আজাদ পলাতক। তার বিরুদ্ধে অভিযোগপত্রে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছে।

এজাহার থেকে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মোহাম্মদ রফিকুল আলম বাদী হয়ে গত ৫ মে তরিকুল, ফাতেমা ও ফরহাদকে আসামি করে মামলা করেন। তরিকুলকে ভোলা থেকে গ্রেফতার করা হয়। 

পরে তাকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে ও কয়েক দফা রিমান্ডে নেয়া হয়। এ মামলায় গ্রেফতার পাঁচজন কারাগারে আটক রয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh