সাভারে নীলা হত্যার সহযোগী সেলিম ২ দিনের রিমান্ডে

সাভার প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:০০ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:০১ এএম

সেলিম পালোয়ান

সেলিম পালোয়ান

সাভারে স্কুলছাত্রী নীলা রায়কে হত্যার ঘটনায় মিজানুর রহমানের সহযোগী সেলিম পালোয়ানের (২৮) দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এরআগে তাকে গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে মানিকগঞ্জের আরিচাঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

সেলিম হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাকে বুধবার দুপুরে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। সেলিম বাগেরহাটের হাফেজ পালোয়ানের ছেলে। বর্তমানে সাভারের ব্যাংক কলোনি এলাকায় পরিবারের সাথে বাস তার। নীলাকে হত্যার আগে মোবাইল ফোনে মিজানের সাথে সেলিমের অনেকবার কথা হয়েছে।

এবিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, প্রধান অভিযুক্ত মিজানুরের সহযোগী সেলিমকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো পলাতক রয়েছে মূল আসামি মিজান। মিজানের ঘনিষ্ট সহযোগী সেলিম। তার সাতদিনের রিমান্ড চেয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হলে দুইদিনের রিমান্ড মঞ্জুর হয়।

গত রবিবার রাতে নীলাকে তুলে নিয়ে নির্যাতন শেষে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে মিজান। এঘটনায় ২১ সেপ্টেম্বর নীলার বাবা তিনজন নামীয়সহ অজ্ঞাতনামাদের বিরদ্ধে একটি মামলা করেন।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh