রোবট অলিম্পিয়াড-২০২০ এর নিবন্ধন শুরু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৩২ এএম

শুরু হয়েছে রোবট অলিম্পিয়াড-২০২০-এর নিবন্ধন। নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। রোবট অলিম্পিয়াডের নিবন্ধন করা যাবে https://www.bdro.org/ এ ঠিকানায়।

তবে, মহামারী করোনার কারণে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের তৃতীয় এ আয়োজন অনুষ্ঠিত হবে অনলাইনে।

এ বছর জাতীয় পর্বে মোট ৪ ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে: রোবট গ্যাদারিং, ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি, রোবটিক বুদ্ধি (কুইজ প্রতিযোগিতা)।

রোবট গ্যাদারিং ও রোবটিক বুদ্ধি একক প্রতিযোগিতা এবং ক্রিয়েটিভ ক্যাটাগরি ও রোবট ইন মুভি দলগত প্রতিযোগিতা। এর মধ্যে শুধু কুইজ প্রতিযোগিতাটি বাংলাদেশ রোবট অলিম্পিয়াড অংশের জন্য আয়োজিত হবে এবং অন্য তিনটি প্রতিযোগিতা দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের দল গঠনের জন্য আন্তর্জাতিক পর্বের নিয়ম অনুসারে অনুষ্ঠিত হবে।

প্রতিটি প্রতিযোগিতা জুনিয়র এবং চ্যালেঞ্জ (সিনিয়র)- এ দুটি ভাগে বিভক্ত থাকবে। যেসব প্রতিযোগীর জন্ম ২০০২ থেকে ২০০৭ সালের মধ্যে, তারা চ্যালেঞ্জ (সিনিয়র) গ্রুপে এবং যাদের জন্ম ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে তারা জুনিয়র গ্রুপে প্রতিযোগিতা করতে পারবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের আগের দু’আসরে বাংলাদেশ দল স্বর্ণপদক পেয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh