দেশের কেউ গৃহহীন থাকবে না: তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৪ পিএম

দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না বলে দাবি করেছেন তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী ঈদগাহ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কোনো মানুষই গৃহহীন থাকবে না। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে যাদের জমি আছে ঘর নেই সেই সব পরিবারকে বিনামূল্যে পাকা ঘর নির্মাণ করে দিচ্ছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্যই প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন।’

তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, ‘দেশের উন্নয়নই শেখ হাসিনার লক্ষ্য। সে ভরসাতেই জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। জামালপুর জেলার উন্নয়ন অগ্রযাত্রায় ৩৭৬ কোটি ৫৬ লাখ টাকার একটি নতুন উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। সরিষাবাড়ী উপজেলার পিংনা নলসন্ধা এলাকায় নতুন একটি আশ্রয়ন প্রকল্প তৈরি করা হবে। সেখানে ২৫০টি পরিবার ঘর ও জমি পাবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, আব্দুল হক গুদু, তারাকান্দি ট্রাক মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুল, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফজলুল হক প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh