মাগুরায় দেয়াল চাপায় আরো একজনের মৃত্যু

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪৭ পিএম

মাগুরা শহরের কলেজ পাড়ায় ইটের দেয়াল ভেঙ্গে পড়ার ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। নিহত নির্মাণ শ্রমিকের নাম রাসেল (২২)। দেয়াল চাপা পড়ে আহত হয়ে সে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২।  নিহত রাসেল নিজনান্দুয়ালী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

মাগুরা দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা সোহাগুজ্জামান জানান, রবিবার (২৭ সেপ্টেম্বর) শহরের কলেজ পাড়ায় ইকরা তালিমুল মাদ্রাসার সামনে পৌরসভার ড্রেন নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১১টার দিকে নির্মাণ কাজ চলাকালে রোকেয়া বেগম নামে স্থানীয় এক বাসিন্দার বাড়ির পশ্চিমদিকের সীমানা প্রাচীরটি ভেঙ্গে সেখানে কর্মরত নির্মাণ শ্রমিকদের ওপর পড়ে।

এ সময় রোমান (৩০) নামে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। আহত হন অপর তিন নির্মাণ শ্রমিক। আহতদের মাগুরা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেল। ঘটনার খবর পাওয়ার সাথে সাথে দমকল বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে হতাহতদের উদ্ধার করে। রমজান (২২) ও শাকিল (২৩) নামে আহত অন্য দুইজনকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। হতাহতদের অভিযোগ ও এ বিষয়ক তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল বলেন, এলাকার জলাবদ্ধতা নিরসনে ড্রেনটি নির্মাণ করা হচ্ছে। সেখানে আকস্মিক এ দুর্ঘটনায় আমরা মর্মাহত। প্রাচীরটি কীভাবে কেন ভেঙ্গে পড়লো তা খতিয়ে দেখা হচ্ছে। হতাহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। তাদেরকে আইনগতসহ সব ধরনের সহায়তা দেবে পৌর পরিষদ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh