টিসিবির বিরুদ্ধে পচা পেঁয়াজ বিক্রির অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৬ পিএম

রাজবাড়ীতে খোলা বাজারে পেঁয়াজসহ বিভিন্ন পণ্য বিক্রি শুরু করছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবির ৭৬০ টাকার প্যাকেজে দুই কেজি পেঁয়াজ, পাঁচ লিটার সয়াবিন তেল, তিন কেজি মসুর ডাল ও তিন কেজি চিনি কেনার জন্য জেলা প্রেসক্লাবের সামনে ক্রেতাদের ভিড় ছিল।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন ক্রেতারা। এসময় ক্রেতারা অভিযোগ করেন, দুই কেজি পেঁয়াজের মধ্যে অনেক পেঁয়াজ নষ্ট ও পচা।

সরোজমিনে গিয়ে দেখা যায়, অনেকই পচা পেঁয়াজ কিনে আবার সেটা ফেরত দিয়ে অন্য প্যাকেট নিতে চাচ্ছেন।

রহিম শেখ নামের এক ক্রেতা বলেন, আমি ৭৬০ টাকার একটা প্যাকেজ নিয়েছি কিন্তু পণ্য হাতে নেয়ার পরে দেখি পেঁয়াজ অনেক পচা। পরে আমি সেটা বিক্রেতাদের কাছে ফেরত দিয়ে অন্য প্যাকেট নিতে চাইলে সেটা তারা দেয়নি। 

আনিছ নামে আরেক ক্রেতা বলেন, আমি পেঁয়াজ নিয়েছে । সেখানে অনেক পেঁয়াজ নষ্ট ও পচা।

টিসিবির পণ্য কিনতে আসা জামাল বলেন, আমি একটি খাদ্য পণ্য কিনতে চাইলাম তারা আমাদের খাদ্য পণ্য দিলো না। তারা বলে যে একটা প্যাকেজ কিনতে হবে, তাছাড়া দেয়া যাবে না। 

টিসিবির বিক্রেতা বাপ্পি বলেন, আমাদের যে পেঁয়াজ বিক্রির জন্য দিয়েছে আমরা সেটা বিক্রি করছি। এখানে পচা ও নষ্ট পেঁয়াজ বিক্রি হচ্ছে না বলে দাবি করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh