ঝিনাইদহে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে যুবকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৪০ এএম

জমিজমা সংক্রান্তের বিরোধের জের ধরে ঝিনাইদহ সদর উপজেলায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে হারুন খা (৪০) নামে গুরুতর আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

হারুন সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামের মৃত জলিল খার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার কুশাবাড়িয়ায় গ্রামে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে চাচাতো ভাই আকমলের সাথে হারুনের বিরোধ চলে আসছিল। গত রবিবার দুপুর ৩টার দিকে আকমল কবরস্থানে ফলজ বনজ গাছের চারা রোপণ করছিলেন। ওই সময় হারুন বাধা দেন এবং এতে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হারুনকে লাঠি দিয়ে আঘাত করেন আকমল। এতে গুরুতর আহত হন হারুন।

পরে পরিবারের সদস্যারা মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর রেফার্ড করা হয়। সেখানে থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে হারুন মারা যান।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার পরই পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িত চাচাতো ভাইকে আটক করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh