ঢাকা-৫ উপ-নির্বাচন

বিএনপি প্রার্থী সালাহউদ্দিনের প্রচারে হামলায় আহত ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ১০:১৩ পিএম

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে প্রচারণার দ্বিতীয় দিনে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদের প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুদারবাজার এলাকায় হামলায় সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর কদমতলীর ৬১ নম্বর ওয়ার্ডের কুদারবাজার মোড় এলাকা থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন সালাহউদ্দিন। পরে বাবর আলী মার্কেট, হাজী নাসির উদ্দিন রোড, সরাই মসজিদ রোড, হাজী কমর আলী সড়ক, দক্ষিণ কুতুবখালির বিভিন্ন গলি, উত্তর কুতুবখালি খালপাড়, দনিয়া কবরস্থান রোড, দনিয়া রোডসহ দনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।

গণসংযোগটি আবার কুদারবাজার এলাকায় গেলে হঠাৎ লাঠিসোটা নিয়ে কিছু সন্ত্রাসী হামলা করে। এতে সিনিয়র সাংবাদিক মঞ্জুর মিলন, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ছাত্রদল নেতা আশিকুর রহমান সুজন, মেহেদী হাসান রাব্বিসহ ১০ জন আহত হন।

তাৎক্ষণিকভাবে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ ও তার ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh