টিকা কিনতে ৩০ লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ১০:২৪ পিএম

করোনাভাইরাসের (কভিড-১৯) ভ্যাকসিন ও জরুরি চিকিৎসাসামগ্রী কেনার জন্য বাংলাদেশকে ৩০ লাখ ডলার অনুদান দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার ভার্চুয়াল এক অনুষ্ঠানে এ বিষয়ে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং এডিবির মধ্যে চুক্তি সই হয়। ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ ওই চুক্তিতে সই করেন।

জাপান সরকারের আর্থিক সহায়তায় গঠিত ‘এশিয়া প্যাসিফিক ডিজাস্টার রেসপন্স ফান্ড’ থেকে বাংলাদেশকে এই অর্থ দিচ্ছে এডিবি।

এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ বলেন, বাংলাদেশকে কভিড-১৯ ভ্যাকসিন কেনার জন্য এই অনুদান দিতে পেরে আমরা খুবই আনন্দিত। এই ভ্যাকসিন এখনও তৈরির প্রক্রিয়ার মধ্যে আছে এবং বাংলাদেশ সরকার জনগণের জন্য যত দ্রুত সম্ভব এই ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতে চাইছে। করোনা প্রকোপ আপাতত নিয়ন্ত্রিত থাকলেও এই মহামারীকে দমিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড পুরো মাত্রায় সচল করতে জনগণকে ভ্যাকসিন দেয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh