কুয়েতের নতুন আমির হিসেবে শপথ নিলেন শেখ নওয়াফ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ অক্টোবর ২০২০, ০৯:৫৪ এএম

শেখ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহ

শেখ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহ

কুয়েতের নতুন আমির হিসেবে শেখ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহ শপথ নিয়েছেন। 

তার সৎ ভাই শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহর মৃত্যুর পর তিনি গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) শপথ গ্রহণ করলেন। শেখ সাবাহ ৯১ বছর বয়সে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান। 

এরপরই দেশটির মন্ত্রিসভা তার সৎভাই ৮৩ বছর বয়সী শেখ নওয়াফকে নতুন আমির বলে ঘোষণা করে। শেখ নওয়াফ কুয়েত সিটির জাতীয় পরিষদে শপথ নেন। 

শেখ সাবাহ জুলাই মাসে অসুস্থ হয়ে পড়ার পর তাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিল। তার অসুস্থতা কী ছিল তা প্রকাশ করা হয়নি। তার মৃত্যুতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, জর্দানের বাদশা আবদুল্লাহ, ও আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মতো নেতারা শোক প্রকাশ করেছেন।

শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ ২০০৬ সাল থেকে কুয়েতের আমির ছিলেন এবং তার আগে ৫০ বছর ধরে দেশটির পররাষ্ট্রনীতির তত্ত্বাবধান করেছেন। মধ্যপ্রাচ্যের কূটনীতির ক্ষেত্রে তার সক্রিয় ভূমিকার কারণে তাকে 'ডীন অব আরব ডিপ্লোম্যাসি' বলা হতো।

দেশটি দীর্ঘদিন ধরেই আল-সাবাহ পরিবারের বয়স্ক শাসকদের দ্বারা পরিচালিত হয়ে আসছে, কিন্তু আরব বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় কুয়েতে রাজনীতি অনেক প্রাণবন্ত। এখানে নির্বাচিত এমপিরা অবাধে সাবাহ পরিবারের সমালোচনা করতে পারেন, সরকারের মন্ত্রীদের জবাবদিহি করতে পারেন এবং এ কারণে কখনো কখনো রাজনীতিতে অচলাবস্থাও সৃষ্টি হয়েছে।

তবে সাবাহ পরিবার সরকার ও নির্বাহী বিভাগের গুরুত্বপূর্ণ পদগুলোর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং রাজনৈতিক বিষয়ে আমিরের মতই শেষ কথা। তাছাড়া পার্লামেন্ট ভেঙে দেয়া ও নির্বাচন দেবার ক্ষমতাও রয়েছে আমিরের হাতে।

কুয়েতের শাসকরা ধর্মীয় রক্ষণশীলতার মোকাবিলা করে নারীদের ভোটাধিকার ও রাজনৈতিক পদে আসীন হবার পক্ষেও দাঁড়িয়েছেন।

কুয়েতকে সম্প্রতি মধ্যপ্রাচ্যের এমন একটি শক্তি হিসেবে দেখা হয়, যারা মধ্যস্থতার মাধ্যমে পরিস্থিতি শান্ত করতে ভূমিকা রেখেছে। আর এ ক্ষেত্রে সহায়ক ভূমিকা রেখেছে প্রয়াত আমিরের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা। -বিবিসি ও এএফপি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh