পুঠিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেফতার ৩

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২০, ০৮:৪১ পিএম

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বেলপুকুর ইউনিয়ন থেকে দুইজন ও বানেশ্বর ইউনিয়ন থেকে একজনকে আটক করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) তাদের বিরুদ্ধে চারঘাট থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং-১৫)। সে মামলায় তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন, বেলপুকুর ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে আবদুল হান্নান (৩৯) একই ইউনিয়নের আগলা দক্ষিণপাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৪০) ও বানেশ্বর ইউনিয়নের শিবপুরহাট জাগীরপাড়া গ্রামের এনামুল হকের ছেলে জিয়াউর রহমান (৪০)। 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব দাবি করেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল পুঠিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন মুজাহিদুল ইসলাম বাংলাদেশ (জেএমবি) এর সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জেলার চারঘাট থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh