টোকেনের দাবিতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২০, ১২:৩৬ পিএম

টোকেনের দাবিতে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে বিক্ষোভ করছেন প্রবাসীরা।

আজ রবিবার (০৪ অক্টোবর) সকালে তারা রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সামনে বিক্ষোভ করেন।

এক পর্যায়ে তারা সোনারগাঁও হোটেলের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ গণমাধ্যমকে জানান, সকাল থেকে প্রবাসীরা টোকেনের জন্য এয়ারলাইন্সের অফিসের সামনে ভিড় করেছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গত কয়েকদিন ধরেই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh