ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২০, ১১:২৮ পিএম

কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কামালিয়ারচর এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে ও অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ সময় অন্তত দুইজন আহত হয়েছেন।

আজ সোমবার (৫ অক্তোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুস সোবহান।

নিহতরা হলেন- পাকুন্দিয়া উপজেলার মঠখোলা ইউনিয়নের মাজহারুল ইসলাম নয়নের স্ত্রী জেসমিন আক্তার (৩০), জেসমিন আক্তারের মা জরিনা আক্তার (৭০) ও সিএনজিচালিত অটোরিকশার চালক বুলবুল মিয়া (৪৫)।

আহতরা হলেন- মাজহারুল ইসলাম নয়নের শিশু মেয়ে জারা ইসলাম (২) ও জারার খালা মুক্তা খাতুন (৪০)।

প্রতক্ষ্যদর্শীদের বরাতে পুলিশ জানায়, দুপুরে জেসমিন আক্তার তার মেয়ে, মা ও ননদকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে কিশোরগঞ্জ শহর থেকে পাকুন্দিয়া উপজেলার মঠখোলায় যাচ্ছিলেন । কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কামালিয়ারচর এলাকায় অতিক্রম করার  একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই জেসমিন আক্তার ও জেসমিন আক্তারের মা জরিনা আক্তার নিহত হন। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিএনজিচালিত অটোরিকশার চালক বুলবুল মিয়ার মৃত্যু হয়। আহত দুইজনের চিকিৎসা চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh