পঞ্চগড়-রাজশাহী রুটে চালু হচ্ছে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২০, ১০:৫৪ এএম

আগামী ১৫ অক্টোবর থেকে পঞ্চগড়-রাজশাহী রুটে পঞ্চগড় থেকে চালু হতে যাচ্ছে ট্রেন যোগাযোগের ব্যবস্থা। আর এই নতুন ট্রেনের নামকরণ করা হয়েছে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ বলে জানা গেছে।

রেলপথ মন্ত্রীর নিজ জেলা পঞ্চগড়ের একমাত্র চতুর্দেশীয় বন্দর এলাকা বাংলাবান্ধার নামের সাথে মিল রেখে নিজেই এই ট্রেনের নামকরণ করেছেন ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’। 

গতকাল সোমবার (৫ অক্টোবর) রাতে একান্ত আলাপকালে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

পঞ্চগড় থেকে রাজশাহী পর্যন্ত নতুন ট্রেন সার্ভিস চালু হতে যাওয়ায় পঞ্চগড়বাসীসহ উত্তরাঞ্চলের মানুষের পঞ্চগড় এক্সপ্রেসের পর দীর্ঘদিনের আরেকটি প্রত্যাশা পূরণ হতে চলেছে। পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পঞ্চগড়-রাজশাহী ও রাজশাহী-পঞ্চগড় ট্রেন চলাচলের। 

এর আগে গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) রেলমন্ত্রী পঞ্চগড়ের বোদায় সারের বাফার গুদাম উদ্বোধনে এসে আগামী ১৫ অক্টোবর পঞ্চগড়-রাজশাহী রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে জানান।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh