আধিপত্য বিস্তারের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২০, ০২:৪৪ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২০, ০২:৫০ পিএম

নিহতের স্বজনদের আহাজারি। ছবি: মাগুরা প্রতিনিধি

নিহতের স্বজনদের আহাজারি। ছবি: মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামে প্রতিপক্ষের হামলায় মশিউর রহমান (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী লতিফা বেগম জানান, স্থানীয় রাজনৈতিক আধিপত্য ও সামাজিক দলাদলি নিয়ে শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুতাসিম বিল্লাহ সংগ্রাম ও একই ইউনিয়ন আওয়ামী লীগের অপর নেতা শ্রীকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটির সমর্থকদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তার স্বামী মসিউর রহমান বর্তমান ইউপি চেয়ারম্যান সংগ্রামের সমর্থক। এ কারণে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হয়রানি করে আসছিলো। 

তিনি আরো বলেন, সম্প্রতি একটি ঘটনায় মশিউরের মামাতো ভাই ডলার মিয়ার সাথে প্রতিপক্ষ সামাজিক দলের মুক্তার হোসেনের সাথে বাকবিতণ্ডা হয়। এ সময় মুক্তার তাদেরকে দেখে নেয়ার হুমকি দেন। এরই এক পর্যায়ে আজ সকালে মশিউরকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে আনার পথে তিনি মারা যান। 

মাগুরার শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh